গাজীপুর-৫ আসনের ধানের শীষ প্রার্থী ফজলুল হক মিলন আটক
জি নিউজ গাজীপুর: গাজীপুর-৫(কালিগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক(ঢাকা বিভাগ) এ কে এম ফজলুল হক মিলনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহসপতিবার বিকাল সাড়ে ৩টার দিকে কালিগঞ্জে নির্বাচনী প্রচারণাকালে পুলিশ তাকে আটক করে। এ সময় মিলনের সাথে আরো ৩/৪জনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজলুল হক মিলনের বাড়ি কালিগঞ্জ থানার তুমুলিয়া ইউনিয়নের বর্তুল গ্রামে। সকাল থেকে মিলন নিজ বাস ভবনে নেতা-কর্মীদের সঙ্গে ঘরোয়া সভা করছিলেন। বেলা ৩টার দিকে প্রচারণার জন্য বাইরে বের হওয়ার প্রস্তুতি নেয়ার সময় সাড়ে ৩টার দিকে এক দল পুলিশ বাসার ভেতর থেকে মিলনকে আটক করে নিয়ে যায়। অতঃপর কালিগঞ্জ থেকে গাজীপুর ডিবিতে নিয়ে আসা হয় বলে সূত্রের দাবী।