আহাম্মদ আলী,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর-৫ নির্বাচনী এলাকায় ১ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য উপহার বিতরণ করেছেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। শুক্রবার সকালে তার নির্বাচনী এলাকা গাজীপুর-৫ এর আওতাধীন সিটি করপোরেশনের পূবাইল নন্দীবাড়ি ও ভাদুন এলাকায় অসহায় মানুষের মাঝে খাদ্য উপহার বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় এলাকার মানুষদের খাদ্যাভাব দূর করার লক্ষ্যে প্রতিনিয়ত খাদ্য ও অর্থ সহায়তা নিয়ে তাদের পাশে রয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। নিজের আর্থিক অনুদান ছাড়াও বিভিন্ন সংস্থার মাধ্যমে এ যাবত তিনি গাজীপুর-৫ তার নির্বাচনী এলাকায় অসহায় হতদরিদ্র ও গরিব মানুষদের তাদের চাহিদার তুলনায় বেশি সহযোগিতা করে যাচ্ছেন। একটি মানুষ যাতে ক্ষুধার্থ না থাকেন তার বাড়িতে খাদ্য পৌছে দেয়ার দায়িত্ব নিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
- অন্যান্য
- অর্থ ও বানিজ্য
- ইতিহাস
- কৃষি ও পরিবেশ প্রকৃতি
- গ্রাম বাংলা
- চাকুরির খবর
- জেলার সংবাদ
- নারী ও শিশু
- পরিচালক
- পরিবার
- ব্রেকিং নিউজ
- রাজনীতি
- স্বাস্থ্য
- স্লাইড