গাজীপুর-৫: চুমকির প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামানকে বিজয়ী করতে মতবিনিময় সভা
মো: ইব্রাহিম খন্দকার
কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি //
গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আখতারউজ্জামানকে বিজয়ী করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে আমতলী ছুটি রিসোর্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) সাবেক মেয়র ও গাসিক মেয়রের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, গাজীপুর-৫ আসনের স্বতন্ত্র (ট্রাক প্রতীক) প্রার্থী আখতারউজ্জামান, দুদকের সাবেক পরিচালক শহিদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা ও বাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান শুক্কুর, বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান, তুমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর বাক্কু, বক্তারপুর ইউপি চেয়ারম্যান আতিকুর ফারুক, নাগরী ইউনিয়নের সাভেক চেয়ারম্যান অ্যাড. সিরাজ মিয়া, কালীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি ও মোক্তারপুর ইউপির সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম সরকার তোরন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া, যুগ্ম সম্পাদক এবি এম তারিকুল ইসলাম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিজ উদ্দিন, কালিগঞ্জ শ্রমিক কলেজের সাবেক ভি পি বেনোজির আহমেদ, কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর বাদল মিয়া প্রমুখ।