গিয়েছি যেই দিন..প্রেমের কাঠগড়ায়
প্রেমের কাঠগড়ায়
মন আছে দাঁড়িয়ে ।
মনের পক্ষে পেলো না,
কোনো উকিল ব্যারিষ্টার ।
জানতে চাইলো মন,
মামলা হলো কোন অপরাধে ?
ভয়ংকর অন্যায় করেছো !
কেন পড়েছো প্রেমে ?
এর জন্য সাজা হবে ।
ব্যাকুল মন বলে,
প্রেমের বাগানে
গিয়েছি যেই দিন,
সাজা আমার শুরু ,
সেই দিন থেকে;
এখনোও চলছে।
খালাস পাবো কবে ?
দুনিয়াবী কারাগার থেকে
শত গুণ সাজা মন সইছে !
আহাম্মদ আলী
সাংবাদিক ও কবি।