ঘূর্ণিঝড় ফণী শক্তিশালি হয়ে ক্যাটাগরি ৩ সমৃদ্ধ ভয়াবহ ঘূর্ণিঝড়ে রুপ নিয়েছে
জি নিউজ ডেস্ক: ৩০ শে এপ্রিল গভীর রাত ১১:২০ মিনিট। দক্ষিন পশ্চিম মধ্যো বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থিত প্রবল ঘূর্ণিঝড় ফণী সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালি হয়ে ক্যাটাগরি ৩ সমৃদ্ধ ভয়াবহ ঘূর্ণিঝড়ে রুপ নিয়েছে।
এবং এটি এখনও উত্তর পশ্চিম দিকে ধিরে ধিরে অগ্রসর হচ্ছে।তবে পরবর্তী সময়ে এর গতিপথ পরিবর্তন হতেপারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৫ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ১৮৫ কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ২১৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর ঐস্থানে ভয়াবহ উত্তাল আছে।
ঘূর্ণিঝড় ফণী আজ ৩০ শে এপ্রিল গভীর রাত ১১:২০ মিনিটে মংলা সমুদ্র বন্দর হতে ১০৪৫ কিলোমিটার দক্ষিন দক্ষিন পশ্চিমে অবস্থান করছিলো।এটি আরোও জোরদার হয়ে সুপার ঘূর্ণিঝড়ে রুপ নিতেপারে।
পুর্বাভাস :
ল্যান্ডফল :
সরাসরি আঘাত :
বিস্তারিত : পরের আপডেটে ইনশাআল্লাহ্।
আমাদের সাথে থাকুন।
ধন্যবাদ : বেসরকারি আবহাওয়া সংস্থা যশোর।