ঘোড়াশাল ও পলাশে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক,ডাকাতি ও অস্ত্র মামলার ২ আসামী গ্রেফতার!

0
52

নরসিংদী জেলার ঘোড়াশাল ফাঁড়ী পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক, ডাকাতি ও অস্ত্র মামলার ২ আসামী গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৯ আগষ্ট ২০২০ খ্রিঃ) ঘোড়াশাল পুলিশ ফাঁড়ীর ইনর্চাজ পুলিশ পরিদর্শক জহিরুল আলম এর নেতৃত্বে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ীর একটি টিম পলাশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০৩:৫০ ঘটিকায় ঘোড়াশাল মিয়া পাড়া টুনু মিয়া জামে মসজিদের সামনে থেকে নরসিংদী জেলার বিভিন্ন থানার একাধিক মাদক, ডাকাতি ও অস্ত্র মামলার আসামী ১। রকিবুল হাসান @ ফ্রান্স(৩৯), পিতা-মৃত লোকমান হোসেন, সাং-পাঁচদোনা, থানা- মাধবদী, জেলা-নরসিংদী ও ২। জহিরুল ইসলাম @ সজীব (৩৮), পিতাঃ মোঃ তাজুল ইসলাম, সাং-ঘোড়াশাল টেকপাড়া, থানা-পলাশ, জেলা-নরসিংদীদের-কে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামী রকিবুল হাসান @ ফ্রান্স এর বিরুদ্ধে ইতোপূর্বে মাদক, ডাকাতি ও অন্যান্য মামলাসহ সর্বমোট ৫টি মামলা এবং অপর আসামী জহিরুল ইসলাম @ সজীব এর বিরুদ্ধে ইতোপূর্বে ১টি অস্ত্র, ১টি ডাকাতি মামলাসহ সর্বমোট ২টি মামলা রয়েছে।এ সংক্রান্তে পলাশ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন