চট্টগ্রামে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে আদালতে নারী কেলেংকারি মামলা।

0
136

জি নিউজ ডেস্কঃ চট্টগ্রামের হাটাহাজারী থানার ছিপাতলী গাউছিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আবুল ফরাহ ফরিদ উদ্দিন, পিতা – মোহাম্মদ আজিজুল হক আলকাদেরী সাং ছিফাতলি , ডাক গাউছিয়া মাদ্রাসা এর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ এনে চট্টগ্রাম আদালতে তার দ্বিতীয় স্ত্রী মোছামৎ ফাতেমা আক্তার, পিতা – মরহুম মো হাবিবুর রহমান , মাতা মোছামৎ নুরজাহান বেগম সাং-চারিয়া ৩নং মির্জাপুর ইউনিয়ন ,নারী ও শিশু নির্যাতন আইনে অভিযোগ দায়ের করে একটি মামলা করেন। এই মামলায় প্রধান আসামী প্রিন্সিপাল আবুল ফরাহ ফরিদ উদ্দিন এবং তার সহকর্মী দ্বিতীয় আসামী মোহাম্মদ কামাল উদ্দিন, পিতা -মনিরুজ্জামান , সাং- – ইছাপুর , ছিফাতলি , ডাক গাউছিয়া মাদ্রাসা । ফাতেমা আক্তার অতি সাধারন এক সভ্রান্ত মুসলীম পরিবারের পর্দাশীল সহজ সড়ল নীরিহ নির্যাতিত নারি । অপরদিকে গাউছিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আবুল ফরাহ ফরিদ উদ্দিন,একটি প্রতিষ্টানের অধ্যক্ষ হয়েও নারী ও যৌতুক লোভী এবং ছদ্মবেশি প্রতারক । যে প্রথম স্ত্রী ও দুসন্তান থাকা সত্বেও তার সহকর্মি কামাল উদ্দিনের প্ররোচনায় চারিয়া উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেনীতে পড়ুয়া অপ্রাপ্ত বয়স্কা ফাতেমা ও তার পরিবারকে ধর্মের কিছু অপব্যাখ্যা দিয়ে,প্ররোচনা এবং প্রলোভন দেখিয়ে বিয়ে করে । বিয়ের অল্প কদিন পর নারী লোভী এই প্রতারকের আসল চেহারা ফুঠে উঠে দ্বিতীয়া স্ত্রী ফাতেমার কাছে ।

বিভিন্ন সময় শারিরীক ও মানসীক নির্যাতনে স্বীকার হতে হয়েছে যা ফাতেমা তার নিজের বক্তব্যে বলেন । একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটিতে লিখিত অভিযোগ করেও কোন প্রকার সুরাহা ও সমাধান না পেয়ে নিরুপায় হয়ে প্রিন্সিপাল আবুল ফরাহ ফরিদ উদ্দিন এবং কামাল উদ্দিনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন । মামলাটি আদলতে চলমান থাকলেও কোন প্রকার আইনি তৎপরতা না দেখে ফাতেমা নিজেকে অসহায় বোধ করেন এবং নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত ।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন