চট্টগ্রামে ৪০ হাজার পিস ইয়াবার সাথে স্ত্রী সহ এক সাংবাদিক আটক।

0
57

জি নিউজ ডেস্কঃ চট্টগ্রাম

কম্বলের ভাজে লুকিয়ে মাইক্রোবাসে করে কক্সবাজার থেকে চট্টগ্রামে যাওয়ার পথে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে ধরা পড়েছেন এক সাংবাদিক ও তার স্ত্রী।
সোমবার নগরীর ফিশারিঘাট এলাকার মেরিনার্স সড়ক থেকে সাংবাদিক সেলিম (৪০) ও তার স্ত্রী মুন্নিকে (২৫) আটক করা হয় বলে জানান অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক আসলাম খান,
তাদের কাছে ইয়াবা বিক্রির এক লাখ ১০ হাজার টাকাও পাওয়া গেছে বলে জানান তিনি।
আটক সেলিম নিজেকে বেসরকারি গাজী টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছেন জানিয়ে আসলাম খান বলেন, “তার কাছে গাজী টিভির ভিজিটিং কার্ড ও পরিচয়পত্র পাওয়া গেছে।”
ওই দম্পতি ভাড়া করা মাইক্রোবাসে কম্বলের মধ্যে করে ছোট ছোট কাগজের প্যাকেটে ইয়াবা পাচার করছিলেন বলে জানান তিনি।
আটক দুইজনকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
সুত্র বিডি নিউজ24.কম

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন