চুনারুঘাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত ॥

0
39

এসএম শওকত আলী,চুনারুঘাট, হবিগন্জ।।
যার জন্ম না হলে আজ স্বাধীন বাংলার জন্ম হত না। সেই টুঙ্গি পাড়ার কৃতি সন্তান যার নাম স্বর্নালী অক্ষরে গাথাঁ থাকবে ইতিহাসের পাতায়। যে খোকা একদিন স্বপ্নের বাংলা ঘড়বে বলে চিন্তায় মগ্ন থাকত সেই খোকা আজ বিশ্বের বুকে
এক বিল্পবী নাম লেখাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।আর সেই মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে সারা বাংলায়। এ উপলক্ষে ১৭ মার্চ রবিবার চুনারুঘাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শিশু-কিশোরদের র‌্যালী, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় র‌্যালী শেষে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল ও সভা পরিচালনা করেন ফাহমিদা ইয়াছমিন। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোস্তফা মোর্শেদ, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পিপি এড. এম. আকবর হোসাইন জিতু, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে.এম আজমিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শামছুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, বীর মুক্তিযোদ্ধ আব্দুল গাফফার। উক্ত সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- চুনারুঘাট রিপোটার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মো: হাসান আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক মিয়া, মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ আজাদ মাষ্টার, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক মাসুক মিয়া মাষ্টার প্রমুখ। উক্ত জাতীয় শিশু দিবসে আয়োজিত র‌্যালী ও আলোচনা সভায় শ্রমজীবি, পেশাজীবি সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই