ভ্রাম্যমাণ প্রতিনিধি, -জকিগঞ্জ জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)’র কাছে গোপন খবর আসে অস্ত্রসহ ডাকাত সর্দার আলী আহমদ তার বাড়িতে অবস্থান করছে। এই খবরের সুত্র ধরে জকিগঞ্জ সার্কেলের অ্যাডিশনাল পুলিশ সুপার মোঃ মোস্তাক সরকারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হাড়িকান্দি গ্রামের মৃত সবু মিয়ার পুত্র ডাকাত সর্দার আলী আহমদ (৩৭)কে রোববার রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করে। এ ব্যাপারে ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, গ্রেফতারকৃত ডাকাতের কাছ থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলাসহ মোট ৮টি মামলা রয়েছে। আটক ডাকাতকে জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালতের বিচারক মোহাম্মদ খাইরুল আমীন তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।