জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

0
25

জি নিউজ ডেস্কঃ চলমান রাজনীতি ও নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলতে জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করেছে বিএনপি। শুক্রবার বিকাল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সংবাদ সম্মেলনে বক্তব্য উস্থাপন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এর আগে ২৮ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা, ২ ডিসেম্বর বাছাই এবং ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।সূত্রঃ বাংলাদেশ জার্নাল।

কোন মন্তব্য নেই