সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দুঃস্থ ও এতিম অসহায় শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে জেলা পুলিশ।
শনিবার (১৫ আগস্ট ২০২০ খ্রিঃ) দুপুরে শহরের খাটেহারা এলাকায় দারুন নাজাত ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং নবাববাড়ীর রেইচ্ছা আজিজিয়া কারীমিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানায় নরসিংদী জেলা পুলিশ দুটি মাদ্রাসার প্রায় ২০০ জন্য শিশুর মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
জাতির পিতা ও ১৫ আগষ্টে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।একইসঙ্গে বঙ্গবন্ধু নিজের জীবনের চাওয়া-পাওয়া, দুঃখ-কষ্ট সবকিছুকে ভুলে শুধু দেশের জন্যে অন্যায়ের বিরুদ্ধে লড়ে গিয়েছেন এবং জীবনের শেষ সময় পর্যন্ত তিনি শুধু দেশে ও মানুষের কথা চিন্তা করেই প্রাণ হারিয়েছেন এ বিষয়ে আলোচনা করা হয়।