জি নিউজ ডেস্কঃ সংলাপের পর মনে হচ্ছে বিএনপির সাথে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে মতবিরোধ বারছে। এই সংলাপে ড. কামাল সন্তুষ্ট হন কী করে? তাকে সরকার কত টাকায় সন্তুষ্ট করে দিয়েছে?’ ঐক্যফ্রন্টের দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল সংলাপের পর এভাবেই দলের নেতাকর্মীদের কাছে নিজের হতাশা ব্যক্ত করেন। রিজভী বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট হলো আওয়ামী লীগের একটা ট্র্যাপ। আর ড. কামাল হোসেন শেখ হাসিনার সেট করা এজেন্ট। আওয়ামী লীগ তাকে দিয়ে ঐক্যফ্রন্ট করিয়ে আমাদেরকে খেলাচ্ছেন। সবই নাটক! যত নাটকই করুক শেষ পর্যন্ত এরা বিএনপিকে নির্বাচনে নিয়ে যেতে রাজি করাবে। এই সরকারকে বৈধতা দিতেই ষড়যন্ত্র করছেন।’ প্রসঙ্গত, গতকাল গণভবনে সরকারের সাথে সংলাপ নিয়ে ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মূল্যায়ন ছিল ভিন্ন। সাড়ে ৩ ঘণ্টারও বেশি সময় ধরে কথা বলার পর বেরিয়ে যাওয়ার মুহূর্তে ড. কামাল এবং মির্জা ফখরুল একটিমাত্র বাক্যে তাদের প্রতিক্রিয়া জানান। ড. কামালের কাছে সাংবাদিকরা জানতে চান, সংলাপ কেমন হয়েছে? তিনি সন্তুষ্টি নিয়ে বলেন, ‘আলোচনা ভালো হয়েছে।’ আরও পড়ুন ‘নাচ-গানেই মেতে থাকতেন, হুদাই কেন শিক্ষার্থীদের উস্কানি দিতে গেলেন’ অন্যদিকে বিএনপি নেতা মির্জা ফখরুলের মূল্যায়ন পুরোপুরি উল্টো। তিনি বলেন, ‘স্পষ্টভাবে আমরা সন্তুষ্ট নই।’ সংলাপ শুরুর আগের দিনও ড. কামাল হোসেন এবং মির্জা ফখরুল দুই ধরনের কথা বলেছিলেন। ড. কামাল বলেন, সংলাপ নিয়ে তিনি আশাবাদী। কিন্তু ফখরুল জানান, তারা সংশয়ে আছেন। রিজভী দলের নেতা-কর্মীদের আরও বলেন, বঙ্গবন্ধুর নাম নিতে নিতে ড. কামাল হোসেন মুখে ফেনা তুলে ফেলছেন। ৫ মিনিটের বক্তৃতায় ১৮ বার তিনি তার নাম নিয়েছেন। আমাদের নেতা-কর্মীরা আর কত সহ্য করবে! তিনি তো একবারও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উচ্চারণ করেন না। জাতীয় ঐক্যফ্রন্ট করবে বিএনপি, আর সেখানে থাকবে বঙ্গবন্ধুর নাম! বিএনপি কি এখন বঙ্গবন্ধুর রাজনীতি শুরু করলো নাকি!’ আরও পড়ুন খালেদা জিয়ার রাজনৈতিক ভবিষ্যতের ইতি এখানেই? হুঁশিয়ারি উচ্চারণ করে রিজভী বলেন, খুব শীঘ্রই ড. কামাল হোসেনের আসল চেহারা উম্মোচিত করা হবে।