জাতীয় পার্টিকে সাধারন মানুষের কাছে একটি জনপ্রিয় রাজনৈতিক দলে প্রতিষ্ঠিত করা হবে – জি এম কাদের, এমপি

0
14

জি নিউজ ডেস্কঃ ২৭ মে, সোমবার ২০১৯ইং
জাতীয় পার্টির ভারপাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টিকে সাধারণ মানুষের কাছে একটি জনপ্রিয় রাজনৈতিক দলে প্রতিষ্ঠিত করা হবে। তিনি বলেন, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কর্মসূচি ঘোষনা করবে জাতীয় পার্টি। দেশের বৃহৎ তিনটি রাজননৈতিক দলের মধ্যে জাতীয় পার্টি হবে সব চেয়ে শক্তিশালী রাজনৈতিক সংগঠন। বলেন, জাতীয় পার্টির প্রতিটি সদস্যের মালিকানা আছে জাতীয় পার্টিতে। তৃণমূল কর্মীরা কর্মসূচি বাস্তবায়ন করে দলের নীতি নির্ধারনীতেও তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারবেন। আজ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি আরো বলেন, দেশের মানুষ বর্তমান রাজনীতিতে বিরক্ত। দেশের মানুষ চায় দেশ ও মানুষের কল্যাণে ইতিবাচক রাজনীতি। দেশের মানুষ এক বুক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাঁকিয়ে আছে। তিনি বলেন, আগামী দিনে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে পারলে দেশের ইতিবাচক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে জাতীয় পার্টি।
জাতীয় পার্টি আয়োজিত এই আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দও অংশ নেন।
পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, জাতীয় পার্টিকে শক্তিশালী করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জাতীয় ছাত্র সমাজকে শক্তিশালী সংগঠনে পরিনত করতে সাবেক ছাত্র নেতাদের সমন্বয়ে একটি কাজ চলছে। ঈদের পরে জাতীয় যুব সংহতি সহ অন্যান্য অঙ্গ ও সহযোগি সংগঠনকে গতিশীল করতেও বিভিন্ন উদ্যোগ নেয়া হবে।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মোঃ প্রেসিডিয়াম সদস্য এডভোকেট কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অধ্যাপিকা মাসুদা এমপি রশীদ চৌধুরী এমপি, এডভোকেট শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এড. রেজাউল ইসলাম ভুইয়া, দৈয়দ দিদার বখত, আতিকুর রহমান আতিক, আলমগীর সিকদার লোটন, মোঃ এমরান হোসেন মিয়া, নাজমা আক্তার এমপি, লেঃ জেঃ মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, উপদেষ্টা- ক্বারী হাবিবুল্লাহ বেলালী, রওশন আরা মান্নান এমপি, ডা. নুরুল আজহার, ভাইস চেয়ারম্যান- এড. মোঃ গিয়াস উদ্দিন, দেওয়ান আলী, সামশুল আলম মাস্টার, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, এড. জিয়াউল হক মৃধা, সরদার শাহজাহান, যুগ্ম-মহাসচিব- গোলাম মোহাম্মদ রাজু, শফিকুল ইসলাম শফিক, দিদারুল কবির দিদার, মোস্তাকুর রহমান মোস্তাক, আহসান আদেলুর রহমান এমপি, পনির উদ্দিন এমপি, সম্পাদক মন্ডলীর সদস্য- সুলতান মাহমুদ, সুলতান আহমেদ সেলিম, মনিরুল ইসলাম মিলন, বীরমুক্তিযোদ্ধা মোঃ ইসহাক ভুইয়া, আমির উদ্দিন আহমেদ ডালু, মোঃ জসিম উদ্দিন ভুইয়া, শফিউল্লাহ শফি, মোঃ হেলাল উদ্দিন, মোঃ সামশুল হক, একেএম আশরাফুজ্জামান খান, একেএম মুনিম চৌধুরী বাবু, আনিসুর রহমান খোকন, খোরশেদ আলম খুশু, মোঃ শাহজাহান মানসুর, এমএ ছাত্তার, অনন্যা হুসেইন মৌসুমী, শারমিন পারভীন লিজা, সৈয়দা পারভীন তারেক, ডা. সেলিমা খান, মাহমুদ রহমান মুন্নি, আহাদ ইউ চৌধুরী শাহিন, কাজী আবুল খায়ের, হাজী ছালাউদ্দিন খোকা মোল্লা, এমএ রাজ্জাক খান, এড. লাকী বেগম, সুমন আশরাফ, ইছারুহুল্লা আসিফ, মিজানুর রহমান মিরু, এড. জহিরুল হক, আবু সাঈদ স্বপন, এড. লিয়াকত আলী খান, মাখন সরকার, জাতীয় যুব সংহতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ আলম, কেন্দ্রীয় নেতা- এনাম জয়নাল আবদীন, মুকুল বাদশা, মুজিবুর রহমান মুজিব, এড. আবু তৈয়ব, রেজাউর রাজী স্বপন, মোঃ সোলায়মান সামি, জেসমিন নুর প্রিয়ংকা, হাসনা হেনা, মোমেনা বেগম, জাকির মৃধা, মাও: খলিলুর রহমান, লোকমান ভুইয়া রাজু, আমান উল্লাহ আমান, পারভেজ সাজ্জাদ চৌধুরী, ফায়েকুজ্জামান ফিরোজ, আজহারুল ইসলাম সরকার, সালাউদ্দিন, এড. জহির উদ্দিন, এড. শাহিন, আঃ কাদের খান কদর, শফিকুল ইসলাম দুলাল, আনোয়ার হোসেন তোতা, শওকত জামান মিশুক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

খন্দকার দেলোয়ার জালালী
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এর
ডেপুটি প্রেস সেক্রেটারি।

কোন মন্তব্য নেই