আহাম্মদ আলী,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শনিবার সকাল এগোরটার সময় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ছাদেকুর রহমান আকন্দ, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু নাদির এস এ সিদ্দিকী, উপজেলা শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, প্রাথমিক শিক্ষা অফিসার নুরুন্নাহার, উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নুরসহ সরকারি দপ্তরের প্রধানগণ।
আলোচনা সভার পর বঙ্গবন্ধু জীবনীর উপর রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।