জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে প্রস্ততিতে থেমে নেই কোন দল।

0
58
  • জি নিউজ ডেস্কঃ ঢাকা
    আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ বিএনপির পাশাপাশি সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টিও তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করছে।দলগতভাবে জাতীয় পার্টির পাশাপাশি এরশাদের নেতৃত্বে গঠিত সম্মিলিত জাতীয় জোটের সম্ভাব্য প্রার্থীদেরকে গ্রীন সিগ্যনাল দিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ বাড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন জোট প্রধান হুসেইন মুহম্মদ এরশাদ।
    জাপার নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, সারা দেশে ৩০০ সংসদীয় আসনে দল ও জোটের প্রায় ৯০০ শতাধিক প্রার্থী প্রচারণায় থাকলেও তার মধ্যে থেকে অন্তত দুই শতাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি, এমন তথ্য জানিয়েছেন দলটির বেশ কয়েকজন নীতিনির্ধারক।
    একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক পর্যায়ে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্তের কারণে তিনশ আসনে প্রার্থী চূড়ান্ত করার পরিকল্পনা থাকলেও আওয়ামী লীগের সঙ্গে মহাজোট হলে এই তালিকা সত্তরের ঘরে নেমে আসতে পারে। সেই ক্ষেত্রে বর্তমান এমপিদের পাশাপাশি আরো পয়ত্রিশজনসহ মোট ৭০টি আসন আওয়ামী লীগের কাছে দাবি করবে জাতীয় পার্টি।
    দলের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরসহ ঢাকা বিভাগের মধ্যে ঢাকা ১৭ আসনে নির্বাচন করবেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ,এছাড়া ঢাকা-১ আসনে বর্তমান সংসদ সদস্য এড. সালমা ইসলাম, ঢাকা-৪ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৬ কাজী ফিরোজ রশিদ আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করবেন ।আওয়ামী লীগের সঙ্গে মহাজোট হলেও এই চারটি আসন ছাড়া আরো অন্তত তিনটি আসন চাইবেন এরশাদ।
    অপরদিকে জাতীয় পার্টিসহ সম্মিলিত জাতীয় জোটের পক্ষ থেকে ঢাকা-২ শামিম আহমেদ ও মো: শাহজাহান, ঢাকা-৩ ফারুক আহমেদ, ঢাকা-৫ মীর আবদুস সবুর আসুদ, ঢাকা-৭ হাজি সাইফুদ্দিন আহম্মেদ মিলন, ঢাকা-৮ সাহিদুর রহমান টেপা ও জহিরুল আলম রুবেল, ঢাকা-৯ দেলোয়ার হোসেন খান ও ইসলামী ফ্রন্টের মো: আব্দুল হাকিম, ঢাকা-১০ মো. হেলাল উদ্দীন, ঢাকা-১১ এস এম ফয়সল চিশতী, ঢাকা-১২ দেওয়ান আলী, ঢাকা-১৩ শফিকুল ইসলাম সেন্টু, ঢাকা-১৪ মোস্তাকুর রহমান মোস্তাক, ঢাকা-১৫ মো. শামসুল হক, ঢাকা-১৬ সুলতান আহমেদ সেলিম ও আমান হোসেন আমানত, ঢাকা-১৮ মাসুদ পারভেজ সোহেল রানা, মো. জাকির হোসেন মৃধা, ঢাকা-১৯ মো. বাহাদুর ইসলাম ইমতিয়াজ ও আবুল কালাম আজাদ, ঢাকা-২০ খান মুহম্মদ ইসরাফিল খোকনের নাম প্রার্থী হিসেবে তালিকায় রয়েছে।এদিকে বৃহত্তর ঢাকার জেলার মধ্যে গাজীপুর-১ আসনে খন্দকার আবদুস ছালাম, গাজীপুর-২ এন এন নেওয়াজ উদ্দিন ও জয়নাল আবেদীন, গাজীপুর-৩ আজহারুল ইসলাম সরকার ও মোতাহার হোসেন মানিক, গাজীপুর-৪ আজম খান ও মো. আরিফুর রহমান খান, এবং গাজীপুর-৫ জয়নাল আবেদীন ও মোশাররফ হোসেন।
    টাঙ্গাইল-১ মো. মঞ্জু, টাঙ্গাইল-২ মো. শামসুল হক তালুকদার, টাঙ্গাইল-৩ এড. সুয়েত আলী, টাঙ্গাইল-৪ মোস্তাক আহম্মেদ, টাঙ্গাইল-৫ আবুল কাশেম ও মোজাম্মেল হক, টাঙ্গাইল-৬ এমদাদ হোসেন, টাঙ্গাইল-৭ মো. জহিরুল ইসলাম জহির ও নুরুল ইসলাম নুরু এবং টাঙ্গাইল-৮ কাজী আশরাফ সিদ্দিকী।
    মানিকগঞ্জ-১ সুলতান মাহমুদ ও আলী কসর, মানিকগঞ্জ-২ সৈয়দ আব্দুল মান্নান ও মিজানুর রহমান মিরু এবং মানিকগঞ্জ-৩ ঢাকা মহানগর দক্ষিণ জাপার সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল।রাজবাড়ী-১ এড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চু এবং রাজবাড়ী-২ মো. নজরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম ও শরীফ মনোয়ার-ই-খোদা মন্টি চৌধুরী।
    ফরিদপুর-১ আক্তারুজ্জামান খান ও মো. কামরুজ্জামান, ফরিদপুর ২ মিয়া আলমগীর ও গাজী ফরিদুর রহমান শিপন, ফরিদপুর-৩ এস এম ইয়াহিয়া ও হাসিনা এমরান চৌধুরী এবং ফরিদপুর-৪ হাজি আনোয়ার হোসেন ও আবুল হোসেন মাজদার।গোপালগঞ্জ-১ আবদুল মান্নান শেখ মুন্নু, গোপালগঞ্জ-২ শেখ আলমগীর হোসেন ও কাজী শাহীন এবং গোপালগঞ্জ-৩ রঞ্জণ।
    মাদারীপুর-১ জহিরুল ইসলাম ঝন্টু, মাদারীপুর-২ জাকারীয়া অপু ও এড. সিরাজুল ইসলাম স্বপন এবং মাদারীপুর-৩ এম এ খালেক।শরীয়তপুর-১ এড. মাসুদুর রহমান মাসুদ, শরীয়তপুর-২ শারমীন পারভীন লিজা ও সুলতান সরদার এবং শরীয়তপুর-৩ ম ম ওয়াসীম ও এম এ হান্নান।নারায়ণগঞ্জ-১ আনোয়ার হোসেন ও জয়নাল আবেদিন, নারায়ণগঞ্জ-২ আলমগীর সিকদার লোটন, নারায়ণগঞ্জ-৩ বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৪ সালাউদ্দিন খোকা মোল্লা এবং নারায়ণগঞ্জ-৫ বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমান ও আলহাজ জয়নাল আবেদীন।নরসিংদী-১ শফিকুল ইসলাম শফিক, নরসিংদী-২ আজম খান ও আবু সাঈদ স্বপন, নরসিংদী-৩ এড. রেজাউল করিম বাসেদ ও আলমগীর কবির, নরসিংদী-৪ মো. নেওয়াজ আলী ভূইয়া এবং নরসিংদী-৫ ইঞ্জিনিয়ার ছাত্তার।মুন্সীগঞ্জ-১ এড. সিরাজুল ইসলাম, মুন্সীগঞ্জ-২ নোমান মিয়া ও কুতুব উদ্দিন আহম্মেদ এবং মুন্সীগঞ্জ-৩ আলহাজ আব্দুল বাতেন।
    কিশোরগঞ্জ-১ ডা. এস এম মোস্তাক খান পাঠান, আবদুল গণি, এড. আশরাফ উদ্দিন রেনু ও মোস্তাইন বিল্লাহ, কিশোরগঞ্জ-২ সৈয়দ সাদরুল্লাহ মাজু, আবু সাঈদ মো. খুররম ও এড জাহাঙ্গীর আলম সৈকত, কিশোরগঞ্জ-৩ বর্তমান সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু, কিশোরগঞ্জ-৪ শেখ মো. আবু ওয়াহাব ও কাজী আফতাব এবং কিশোরগঞ্জ-৫ মো. হোসেন উদ্দিন হিরা, কিশোরগঞ্জ-৬ আলহাজ আবু বক্কর সিদ্দিক ও এন কে সোহেল।জামালপুর-১ আব্দুস সাত্তার, জামালপুর-২ মাহবুব আলম, জামালপুর- ৪ মোহা:মামুনুর রশিদ ও মোখলেসুর রহমান বস্তু।
    চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম-২ আসনে জোটের প্রার্থী হিসেবে লড়বেন ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, চট্টগ্রাম-৪ দিদারুল কবির দিদার, চট্টগ্রাম-৫ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৮ কাজী মুজিবুর রহমান, চট্টগ্রাম-৯ জিয়াউদ্দিন আহমেদ বাবলু, চট্টগ্রাম-১২ জাতীয় পার্টির নুরুচ্ছাফা সরকার ও ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন, চট্টগ্রাম-১৩ জাপার আব্দুর রব চৌধুরী টিপু, হারুনুর রশিদ ও ইসলামী ফ্রন্টের এম এ মতিন চট্টগ্রাম-১৪ আব্দুল গফুর চৌধুরী ও ইসলামী ফ্রন্টের আব্দুস সামাদ, চট্টগ্রাম-১৫ ইউসুফ চৌধুরী, মো. সালেম ও মো.ইউসুফ,

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন