জিএমপি’র কাশিমপুর থানায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার

0
21

জিএমপি’র কাশিমপুর থানায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার

জি নিউজ ডেস্কঃ গাজীপুর মেট্রােপলিটন পুলিশ (জিএমপি) এর সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আনোয়ার হোসেন, পিপিএম (বার), বিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ জনাব আকবর আলী খান সাহেব এর নের্তৃত্বে গত ২৯শে অক্টোবর মঙ্গলবার রাতে কাশিমপুর থানার এসআই/শেখ মফিজুর রহমান, এসআই/দিপঙ্কর রায়, এসআই/সাইফুর রহমান মুন্সী, এসআই/এস.এম আলীম, এএসআই/প্রদীপ ঘোষ সঙ্গীয় ফোর্স সহ অত্র থানার সুরাবাড়ী/পানিশাইল এলাকায় অভিযান পরিচালনা করে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক ০৫ (পাঁচ) জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন (বাম থেকে) ১. আশরাফুল আলম মিঠু (২৯) উত্তর পানিশাইল এলাকার আফুর উদ্দিন এর ছেলে, ২. সোহেল খান (২৪) দক্ষিন পানিশাইল এলাকার তমিজ উদ্দিন এর ছেলে, ৩. রাজিব খান (২৩) দক্ষিন পানিশাইল এলাকার ইউনুছ খান এর ছেলে, ৪. শ্রী কার্তিক বর্মন সুরাবাড়ী এলাকার মৃত নিমাই বর্মন এর ছেলে, ৫. আমিরুল ইসলাম ওরফে আমিন (৩৬) উত্তর পানিশাইল এলাকার মৃত আবু তালেব এর ছেলে। তাদেরকে ৩০শে অক্টোবর বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করেন কাশিমপুর থানা পুলিশ।।

কোন মন্তব্য নেই