জুড়ীতে বিশেষ অভিযানে নিষিদ্ধ ভারতীয় বিড়ি সহ গ্রেফতার-৪

0
57

জুড়ীতে বিশেষ অভিযানে নিষিদ্ধ ভারতীয় বিড়ি সহ গ্রেফতার-৪

জি নিউজ:: বিশেষ অভিযান পরিচালনা করে শুল্ক ছাড়া অবৈধ ভাবে চোরাচালানের মাধ্যমে ৪০০ প্যাকেট ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি বাংলাদেশে আনয়ন করায় ৪ জন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়।

শনিবার ২৪ আগষ্ট রাতে জুড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ফোর্সসহ বড়ইতলী মােড়ে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে , এই বাজার হইতে বড়ইতলী গামী একটি সিএনজি চালিত অটো রিক্সা করে কয়েকজন চোরাকারবারী অবৈধ ভাবে আমদানী নিষিদ্ধ ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি নিয়ে প্রবেশ করিতেছে ।

উক্ত সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত্র আনুমানিক পোনে ১টায় জুড়ী থানাধীন ০৬ নং সাগরনাল ইউনিয়ন সমাই বাজার হইতে জালালপুরী পাক্কা রাস্তার মােড়ে পৌচ্ছে চেকপােষ্ট ডিউটি করাকালীন সমাই বাজার হইতে বড়ইতলীগামী একটি সিএনজি চালিত অটো রিক্সাকে চার্জ করিলে। সিএনজিতে থাকা যাত্রীদের তল্লাশী করিতে গেলে সিএনজির চালকসহ অপর ০৩ ( তিন ) জন যাত্রী পালানাের চেষ্টা করলে তাদের আটক করাহয়।

তাদের দেখানাে মতে সিএনজির যাত্রী বসার সিটের পিছনে ফাকা জায়গা হতে একটি কি বঙ্গের কাগজের প্যাকেটে ( যার গায়ে তীর ফার্টিফাইট সয়াবিন তেল লেখা ) রক্ষিত হলুদ শসের কাগঞ্জে মােড়ানাে মােট ২০ ( বিশ ) বান্ডিল যার প্রতিটি বান্ডিলে ২০ ( বিশ ) প্যাকেট করে সর্বমােট = ( ২০X২০ ) = ৪০০ ( চারশত ) প্যাকেট এবং যাহার প্রতি প্যাকেটে ২৫ ( পঁচিশ ) পিচ করিয়া সর্বমােট ( ৪০০X২৫ ) = ১০ , ০০০ . ০০ ( দশ হাজার ) পিচ ভারতীয় সেই নাসিরুদ্দিন বিড়ি উদ্ধার করা হয়।

প্রতিটি বিড়ির প্যাকেটের গায়ে সেখ নাসিরুদ্দিন বিড়ি ১৪ মার্চেন্ট , ৪২ ট্র্যান্ড ক্লোড় কলিকাতা এবং TOBACCO CAUSES CANCER বাংলা , হিন্দি ও ইংরেজী ভাষায় লেখা রয়েছে । উপরােক্ত আলামত এবং সিএনজি চালিত অটো রিক্সা যাহার রেজিস্ট্রেশন নম্বরঃ মৌলভীবাজার – থ – ১২ ২৪০৫ পর্যাপ্ত টর্চের আলোতে রাত্র ০১ . ১০ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করাহয়। জব্দকৃত ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ার আনুমনিক মূলা ( ৪০০X৩০ ) = ১২ , ০০০ . ০০ ( বার হাজার টাকা ) ।

ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা বর্ণিত নাম ঠিকানা প্রকাশ করে এবং ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি নিজেদের দখলে রাখার বৈধ কোন কাগজপত্র দেখাতে ব্যর্থ হয় । ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা অবৈধ ভাবে আমদানী নিষিদ্ধ ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনয়ন করে মর্মে স্বীকার করে ।

তারা চোরাচালানী দলের একটি সংঘবদ্ধ চক্র । ধৃত আসামী ১ । মােঃ তমুল আলী ( ৫০ ) , পিতা – মৃত নজিব আলী , সাং – কড়ইতলী , ২ । সামছুদ্দিন ( ২৮ ) , পিতা – মৃত আব্দুল আজিজ , সাং – জাঙ্গালিয়া , ৩ । মােঃ তকলিছ মিয়া ( ২৬ ) , পিতা মৃত শফি মিয়া , সাং – উত্তর বড়ড়হর এবং ৪ । মােঃ নাজিম উদ্দিন নাজুর ( ৩০ ) , পিতা – মৃত আব্দুর ছাত্তার , সাং – মন্ত্ৰীগাঁও , সর্ব থানা জুড়ী , জেলা – মৌলভীবাজারশন অবৈধ ভাবে আমদানী নিষিদ্ধ ভারতীয় নাসিরুদ্দিন বিড়ী চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনিয়া নিজেদের হেফাজতে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ – বি ধারার অপরাধ করিয়াছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন