মোঃ ইসমাঈল হোসেন মাস্টারঃ-গাজীপুর মহানগরের বিরম্বনার আরেক নাম জয়দেবপুর রেলক্রসিং। বিকল্প রাস্তা না থাকায় যানজটের চিত্র প্রতিদিনের,নষ্ট হচ্ছে হাজার হাজার মানুষের মুল্যবান কর্মঘণ্টা। শিববাড়ি থেকে রাজবাড়ী পর্যন্ত যানজট লেগেই থাকে প্রায়। নিত্য যানজটকে পুঁজি করে গড়ে উঠেছে অপরাধচক্র। এরা দিনের আলোতে পকেট মার রাতের আঁধারে ছিনতাইকারী।
অভিনব কৌশলে করছে পকেট মারার কাজ যা সিনেমার গল্পকেও হার মানায়।
গত ষোল জুলাই দুপুর আনুমানিক দেরটার দিকে ফারজানা নামে একজন ঈদের কেনাকাটা করতে জয়দেবপুর বাজারে এসেছিলেন। যানজট থাকায় পুলিশ সুপারের কার্যালয় থেকে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন রেল ক্রসবারের কাছে আসতেই কাঁধে থাকা ব্যাগ থেকে টাকা ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার সময় এক পকেটমারকে হাতেনাতে ধরে ফেলেন। সাধারন জনতা এগিয়ে আসলে পকেটমারের সহযোগী মহিলা সদস্য দুইমাস বয়সী এক শিশুকে পকেটমারের কাঁধে তোলে দিলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খোঁজ নিয়ে জানা যায় অপরাধ চক্রটি সাম্প্রতিক বেপরোয়া হয়ে উঠেছে। আসপাশ এলাকার মানুষের সাথে কথা বলে জানাযায় এসব অপরাধীরা দিনের আলোতে সুযোগ বুঝে পকেট মারলেও রাতের আঁধারে এরাই ছিনতাই কারী হিসেবে আবির্ভাব হয়, এখানকার সাধারণ মানুষের দাবি এ-সব অপরাধীকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা।