জি নিউজ ডেস্কঃ জয়পুরহাটের আক্কেলপুরে ভিমরুলের কামড়ে ছাইদুল সোনার (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধাবার বিকেল ৪টার দিকে উপজেলার তুলসীগঙ্গা নদীর সোনামুখী খেয়াঘাটের সেতুর কাছে এ ঘটনা ঘটে।
নিহত ছাইদুল সোনার উপজেলার সোনামুখী মুকিমপুর গ্রামের মৃত. আফছার আলীর ছেলে। ছাইদুল সোনারের দুই মেয়ে এক ছেলে সন্তান রয়েছে।
ছাইদুল সোনারের ভাতিজা শিপন মণ্ডল বলেন, আমার চাচা বুধবার দুপুরের আগে মাঠে গিয়েছিল ফসলের জমি দেখতে বিকেল ৪টার দিকে মাঠ থেকে বাড়ি ফেরার পথে তুলসীগঙ্গা নদীর সোনামুখী খেয়া ঘাট সেতুর কাছে পৌঁছলে হঠাৎ দমকা বাতাসের মতো আকাশে উড়া ভিমরুলের বড় একটি চাক আমার চাচার ওপর আক্রমণ করে। ওই সময় আশেপাশে আর কোনো লোক ছিল না। চাচা ভিমরুল সহকারে পাশের একটি বাড়িতে ঢুকে পরে তখনো ভিমরুল শরীর থেকে সরে যায়নি। এক পর্যায়ে চাচার মুখ দিয়ে (লালা) ফেঁপরা বেরুতে থাকে চাচা অচেতন হয়ে গেলে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তথ্যসূত্রঃ ইত্তেফাক।