জয়পুরহাটে র‍্যাবের পৃথক অভিযানে ভেজাল গুড় উদ্ধার, ফেন্সিডিলসহ গ্রেফতার-২

0
20

জি-নিউজ: র‍্যাব-৫ এর পৃথক দুটি অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিপুল পরিমান ভেজাল গুড় উদ্ধার এবং জরিমানা প্রদান ও ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গত ০৪ জুলাই ২০২০ ইং তারিখ দুপুর ০১:৩০ হতে বিকাল ০৫:৩০ ঘটিকা পর্যন্ত RAB-5, জয়পুরহাট RAB ক্যাম্পের কোম্পানী কমান্ডার এবং ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয় এবং স্যানিটারী ইন্সপেক্টর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর, জয়পুরহাট কর্তৃক জয়পুরহাট জেলার সদর থানাধীন পূর্ব বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে, ২২,৬৯০ (বাইশ হাজার ছয়শত নব্বই) কেজি ভেজাল গুড় তৈরির ও সংরক্ষণের অপরাধে মেসার্স ঘোষ ট্রেডার্স এর মালিক ১। মোঃ আবু তালেব (৫৫), পিতা-মৃত ইউসুফ আলী মোল্লা, সাং-ধেকড়াকোল (কুঠিপাড়া), থানা খোকশা, জেলা-কুষ্টিয়া, ২। শ্রী গোপাল চন্দ্র ঘোষ (৫৫), পিতা-মৃত নলিনী কান্ত ঘোষ, সাং-সাগরপাড়া, থানা ও জেলা-জয়পুরহাট-কে আটক করে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ১নং মালিককে ১৫,০০০/- (পনের হাজার) টাকা এবং ২নং মালিককে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা সর্বমোট = ৪৫,০০০/- (পয়তাল্লিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন এবং উদ্ধারকৃত ভেজাল গুড়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক স্থানীয় জনসাধারনের সম্মুখে ধ্বংস করা হয়।

অপর একটি অভিযানে, একই কোম্পানী কমান্ডারের নেতৃত্বে গত ০৫ জুলাই ২০২০ ইং তারিখ সকাল ০৭:৪৫ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন হিচমী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে, ফেন্সিডিল-৩০০ (তিনশত) বোতল, পিকআপ-০১ (এক) টি, প্লাস্টিকের খালি ড্রাম-১১ (এগার) টি, মাদক বিক্রয়লব্ধ অর্থ-১,০০০/- (এক হাজার) টাকা,মোবাইল সেট-০২ (দুই) টি, সীম কার্ড-০২ (দুই) টি সহ মাদক ব্যবসায়ী আসামী, ১। মোঃ মমিনুর ইসলাম (৪৩), পিতা-মোঃ তহুবর রহমান, সাং-লক্ষণপুর, থানা-ফুলবাড়ী, ২। মোঃ সুজন সরকার (২৬), পিতা-মোঃ ওয়াকিল সরকার, সাং-অচিন্তপুর চাপরাবাজার, থানা-বিরামপুর, উভয় জেলা-দিনাজপুরদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করা হয়।

কোন মন্তব্য নেই