জি নিউজ ডেস্কঃ ঝালকাঠিতে খাবারে বিষ মিশিয়ে শিপন বিশ্বাস নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (৭ নভেম্বর) দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত শিপন নতুন কলাবাগান এলাকার সেকেন্দার আলী বিশ্বাসের ছেলে। সে ঝালকাঠি-ঢাকা যাত্রীবাহী লঞ্চের ফেরিওয়ালার কাজ করতো।
নিহতের স্ত্রী মুন্নি বেগম অভিযোগ করে বলেন, লঞ্চঘাট এলাকার বাদশা নামের এক ব্যক্তির সঙ্গে পূর্ব বিরোধ ছিল শিপনের। বুধবার সকালে ঘুম থেকে সে বাইরে বের হয়। পরে বাসায় ফিরে বলে বাদশা তাকে কি যেন খাইয়েছে, এতে তিনি অসুস্থবোধ করছেন। এরপর কয়েক দফা বমি হলে গুরুতর অসুস্থ অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঝালকাঠি থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, লাশের ময়নাতদন্ত করার জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।