ঝালকাঠির রাজাপুরে বেওয়ারিশ কুকুরের তাড়া খেয়ে জেএসসি পরীক্ষার্থী আহত

0
31
ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠির রাজাপুরে বেওয়ারিশ কুকুরের তাড়া খেয়ে মোঃ রায়হান হোসেন (১৩) নামে এক জেএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার সকালে রাজাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। রায়হান উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের শ্রমিক মোঃ রফিক হোসেন এর ছেলে ও রাজাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী। বর্তমানে রায়হান তার পরিবারের সাথে উপজেলা সদরের থানা রোডে মোঃ সেলিম তালুকদারের বাসায় ভাড়া থাকেন।
পরিবারের স্বজনরা জানায়, সকালে রায়হান রাজাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে গেলে আগে থেকেই অপেক্ষামান একটি কুকুরের দল রায়হানকে তাড়া দেয়। তাড়া দিলে রায়হান নিরাপদ আশ্রয়ে যেতে দৌড় দিয়ে হোচট খেয়ে পরে যায়। এ সময় তার বাম হাত ভেঙ্গে গুরুতর আহত হয়।উপস্থিত লোকজন আহত রায়হানকে উদ্ধার করে রাজাপুর মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমি ক চিকিৎসা দিয়ে তার হাত একাদিক স্থান ভাঙ্গার কারনে অপারেশনের পরামর্শ দিয়ে বরিশাল ইসলামিয়া মেডিকেলে প্রেরন করেন। রায়হানের হাতের অপারেশনের জন্য জরুরি ভিত্তিতে অনেক টাকায় প্রয়োজনে। টাকার অভাবে রায়হানের অসহায় পরিবার চিকিৎসা করাতে না পেরে হতাশাগ্রস্থ হয়ে পরেছে।
এ ব্যাপারে রাজাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম জানান, রায়হানের পরবর্তী পরীক্ষা বৃহস্পতিবার (৮ নভেম্বর)।
তিনি আরো জানান, জরুরী ভিত্তিতে সুচিকিৎসা নিশ্চিত না হলে এই পরীক্ষার্থীর জীবন থেকে হরিয়ে যেতে পারে মহামূল্যবান একটি বছর।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন