জি নিউজ ডেস্কঃ ঝালকাঠির রাজাপুরে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ রহমান ফকির (৪৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরিশাল আর্ম পুলিশ।সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পশ্চিম ইন্দ্রপাশা ব্রীজ সংলগ্নে থেকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশী করে তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রহমান উপজেলার পূর্ব ইন্দ্রপাশা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।এ ঘটনায় বরিশাল আর্ম পুলিশ বাদী হয়ে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দয়ের করেন। মামলা নং ০৩। রাজাপুর থানা অফিসার ইনচার্জ শামসুল আরেফিন জানান, রহমানকে মঙ্গলবার ঝালকাঠি আদালতে প্রেরন করা হবে।