জে এফ মিরাজ বিশেষ প্রতিনিধিঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর- কাঠালিয়া) আসনে ৫ নারী সহ ২২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে আওয়ামীলীগে ৩ নারীসহ ৮ জন, বিএনপিতে ১ নারীসহ ৫ জন, জাতীয় পার্টিতে ১ নারী সহ ৪ জন, জেপির (মঞ্জু) ১ জন, ওয়াকার্স পার্টির ১ জন, ইসলামী শাসনতন্ত্রের ১ জন ও সতন্ত্র প্রার্থী হিসেবে ২ জন।
বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগের মনোনয়নপত্র সংগ্রহ মধ্যে রয়েছেন বর্তমান এমপি বজলুল হক হারুন, কেন্দ্রীয় আ’লীগ নেতা মনিরুজ্জামান মনির, কৃষি ব্যাংক চেয়ারম্যান ইসমাইল হোসেন, ফাতিনাজ ফিরোজ, নজরুল ইসলাম মুকুল মৃধা, এ্যাড.ফজলুর রহমান খান, ইয়াসমিন আক্তার পপি ও কেসোয়ারা আক্তার সালমা।
বিএনপির সাবেক এমপি ব্যারিষ্টার এম শাহজাহান ওমর, রফিকুল ইসলাম জামাল, গোলাম আজম সৈকত, ইঞ্জিনিয়ার একে এম রেজাউল করিম ও মমতাজ বেগম।
জাতীয় পার্টির কামরুজ্জামান খান, আঃ কুদ্দুস খান, ডা. সেলিমা খান ও গোলাম মোস্তফা।
জেপির (মঞ্জু) এ্যাড. এনামুল ইসলাম রুবেল, ওয়াকার্স পার্টির আবুল হোসেন, ইসলামী শাসনতন্ত্রের নুরুল হুদা ফয়েজী এবং সতন্ত্র প্রার্থী হিসেবে মিজানুর রহমান তসলিম ও অধ্যক্ষ ফয়জুল হক মনোনয়ন পত্র সংগ্রহ করেন।