জি নিউজ ডেস্কঃ ঝালকাঠি রাজাপুরে ৮ দিন অতিবাহিত হলেও খোঁজ মেলেনি তিন সন্তানের জননী ইউপি সদস্য সোনিয়া বেগমের (২৯)।
সোনিয়া বেগম উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ১,২,৩ নং মহিলা সংরক্ষিত আসনের ইউপি সদস্য ও ঘিগড়া গ্রামের আবুবকর এর স্ত্রী। এ বিষয়ে সোনিয়ার স্বামী রাজাপুর থানায় ২ নভেম্বর একটি সাধারন ডায়েরি করেন। যাহার ডায়েরি নং ৪৫।
ডায়েরি সুত্রে জানায়ায়, সোনিয়া ২৮ অক্টোবর সকালে নিজ বাড়ী থেকে তার সম্মানি ভাতা উত্তোলন করতে উপজেলায় আসার কথা বলে পরে আর বাড়িতে ফিরে আসেনি।
এ বিষয়ে রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, ইউপি সদস্য সোনিয়ার স্বামী একটি সাধারন ডায়েড়ি করেন, যাহার প্রেক্ষিতে আমরা সকল পুলিশ ষ্টেশনে বেতার বার্তা দিয়ে রাখছি।