ঝিকরগাছার সেবা সংগঠন পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা অফিসার

0
11

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর : যশোরের ঝিকরগাছা পৌর সদরের বাজারের উপরে প্রতিষ্ঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র কার্যালয়ে রবিবার দুপুর সাড়ে ১২টার সময় পরিদর্শন করলেন উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান। এসময় তিনি সেবা সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত হন। সংগঠনের মানবকল্যাণে গৃহীত কর্মকান্ডের ভূয়সী প্রশংসা এবং তার দপ্তরের মাধ্যমে সংগঠনকে গতিশীল করার জন্য সর্বপ্রকার সহযোগীতা করার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী সমাজসেবা অফিসার সিরাজুল ইসলাম, অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সহ সভাপতি আলীশাহ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন চাঁদ, কার্যকরী সদস্য কিবরিয়া মোর্শেদ, আজিজুর রহমান, আশিকুল ইসলাম, রিয়াজ মোর্শেদ, মাসুদুল সুমন, আসাদুল ইসলাম, সঞ্জয় কুমার দাস, রবিউল ইসলাম, তৌহিদুল ইসলাম, লিমন জোহা, কবির বিশ্বাস, মাসুম বিল্লাহ প্রমুখ।

কোন মন্তব্য নেই