ঝিকরগাছায় শিক্ষক দিবস পালিত

0
4

ঝিকরগাছায় শিক্ষক দিবস পালিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :
শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে শিক্ষক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের মুক্তমঞ্চের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, সোনার বাংলা তৈরি করতে হলে দেশে সোনার শিক্ষক থাকতে হবে। সোনার শিক্ষকদের হাত ধরেই এই দেশটা বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর এর স্বাগত বক্তব্য ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাহিদুল ইসলাম, শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব কুমার সেন, বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, বেজিয়াতলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ দ্বীন ইসলাম, সরকারি কৃষ্ণনগর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকিফুজ্জামানসহ উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার প্রধানগণ।

জনসেবার জন্যে এটা মহতী পেশা, তাই এ পেশা বেছে নিয়েছি : হোমিও চিকিৎসক তরিকুল ইসলাম

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :
অসহায় মানুষের পাশে থেকে হোমিও চিকিৎসা দিতে চাই যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের হাড়িয়াদেয়াড়া গ্রামের হোমিও চিকিৎসক মোঃ তরিকুল ইসলাম। হাড়িয়াদেয়াড়া বাজারে হোমিও জগতের একজন সুপরিচিত চিকিৎসক। দীর্ঘদিন ধরে তিনি হোমিও চিকিৎসাসেবা দিয়ে আসছেন। একটা সময় ছিলো যখন মানুষ সাধারণত হোমিও ঔষধের প্রতি তেমন একটা আকর্ষণ বোধ করতো না, কিন্তু সময়ের পরিক্রমায় হোমিও ডাক্তাররা পেশাধারী ও মানুষের সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসেন তখন মানুষ এ পেশার চিকিৎসার প্রতি বিশ্বাস হয়ে ওঠে। তিনি প্রতিটি গুরুতর রোগীর কাছে মনোযোগ সহকারে সমস্যার কথা শুনে চিকিৎসা দিচ্ছেন। রোগীর প্রেসার এবং ডায়াবেটিস মাপছেন। তার সেবায় চেম্বারে চিকিৎসা নিতে আসা রোগীরা বেশ সন্তুষ্ট। করোনার মধ্যেও নিজের জীবনে ঝুঁকি নিয়ে রোগীর কাছে গিয়ে চিকিৎসা দেওয়া ডাক্তারে সংখ্যা অনেক কম হলেও উনি নিয়মিত রোগীদের সেবা দান করছেন। সে জনসেবার জন্যে এটা মহতী পেশা, তাই এ পেশা বেছে নিয়েছেন বলে জানান।
ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের হাড়িয়াদেয়াড়া গ্রামের হোমিও চিকিৎসক মোঃ তরিকুল ইসলাম বলেন, ছোট বেলা থেকেই চিকিৎসা সেবার প্রতি আলাদা একটা ঝোঁক ছিলো। জনসেবার জন্যে এটা মহতী পেশা, তাই এ পেশা বেছে নিয়েছি। হোমিওপ্যাথি চিকিৎসার দিন দিন প্রসার ঘটছে। আমি বর্তমানে আগের তুলনায় অনেক বেশি সফল এবং এ চিকিৎসা করে অনেক উৎসাহ বোধ করি। কারণ অনেক জটিল রোগ থেকে রোগীদেরকে রোগ মুক্তি করা সম্ভব হয় আল্লাহর রহমতে, এমন কিছু রোগ আছে যা অন্য কোনো চিকিৎসা পদ্ধতিতে অপারেশান ছাড়া কোনো চিকিৎসা নেই। সে রোগ হোমিওপ্যাথিতে আল্লাহর রহমতে রোগীকে শুধুমাত্র হোমিও মেডিসিনের সাহায্যে রোগ মুক্ত করা সম্ভব হয়। আমি প্রতি শুক্রবার সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত নিজ অর্থায়নে আমার প্রতিষ্ঠান নাজমা হোমিও হল থেকে বিনামূল্যে গরীব অসহায় রোগীদের বিনামূল্যে রোগী দেখে ঔষধ সরবারহ করে থাকি।

প্রধানমন্ত্রীর উন্নয়নের হ্যান্ডবিল জনসাধারণের কাছে পৌছায় দিলেন গিলবার্ট নির্মল বিশ্বাস

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :
সারাদেশে আওয়ামীলীগ সরকারের অধিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা জনগণের মধ্যে পৌছানোর জন্য উন্নয়ন চিত্রের হ্যান্ডবিল জনসাধারণের কাছে পৌছায় দেওয়ার মাধ্যমে গণসংযোগ করেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মনোনয়ন প্রত্যাশী গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের সম্মানিত সভাপতি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের, ঝিকরগাছা উপজেলার আহবায়ক গিলবার্ট নির্মল বিশ্বাস। তিনি চৌগাছা-ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ঘুরের গণসংযোগের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করেন।
এসময় তার সফর সঙ্গী ছিলেন, ঝিকরগাছা পৌর যুবলীগের যুগ্ম আহব্বায়ক মোঃ আলিমুল মৃধা, ঝিকরগাছা সদর ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক মোঃ শাহীন কবির, গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম, ঝিকরগাছা তাতীলীগের যুগ্ম সম্পাদক মন্টু হোসেন, মাগুরা ইউনিয়ন যুবলীগ নেতা মনিরুজজামান ভুট্টো, ইকবল হোসেন, পানিসারা ইউনিয়ন যুবলীগ নেতা ইয়াসিন আলী, সবুজ হোসেন, ঝিকরগাছা সদর ইউনিয়ন যুবলীগ নেতা জানি হোসেন, বাপ্পি হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সম্পাদক সাকিব পারভেজ, ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগ নেতা পিয়াস, বাদশা, শংকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, শংকরপুর ইউনিয়ন যুবলীগ নেতা মামুন হোসেন, পাশাপোল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক প্রশান্ত কুমার, চৌগাছা উপজেলা ছাত্রলীগ নেতা হাসিবুল হাসান শান্ত, পাশাপোল ইউনিয়ন যুবলীগ নেতা সোহাগ হোসেন, পাশাপোল ইউনিয়ন ছাত্রলীগ নেতা জামির হোসেন, শাহীন, সজিব, ইমন, মালেক, মুছা, আসিফ, শাহিন আলম, ইমন মোল্যা, আশানুর রহমানসহ আরো অনেকে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন