ঝিকরগাছা উপজেলায় নারীর অধিকার বিষয়ক উই প্রকল্পের শিক্ষার্থীদের জন সমাবেশ অনুষ্ঠিত
শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর : যশোরের ঝিকরগাছা উপজেলায় নারীর অধিকারের উপর শিক্ষার্থীদের জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন, ট্রেইডক্রাফট এক্সচেঞ্জের অর্থায়নে এবং উলাসী সৃজনী সংঘ ও বিকাশ বাংলাদেশের বাস্তবায়নে পানিসারা সুরতজান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার দুপুর ১২টার সময় মহিলা সিএসওএস স্কুলে জেন্ডার সমতা ও নারী অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে জন সমাবেশে প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত।
ঝিকরগাছা উপজেলা নারী সামাজিক এ্যাসোসিয়েশনে সভাপতি মাফরুহা আকবর শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সুরতজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সদস্য এমআর মাসুদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মোড়ল, প্রচার সম্পাদক সুজন মাহমুদ, উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনির, রিজিওনাল কো অর্ডিনেটর কৃষিবিদ মোঃ আনিছুজ্জামান, প্রোগ্রাম কোঅর্ডিনেটর নাসনীন সুলতানা জেনি, উপজেলা ফিল্ড কোঅর্ডিনেটর নার্গিস আখতার, ফয়জুল ইসলাম, নারী উদ্যোক্তা নাসরিন সুলতানা সহ আরো অনেকে।