ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হতে চান সিরাজুল ইসলাম

0
1

ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হতে চান সিরাজুল ইসলাম

শাহাবুদ্দিন মোড়ল , ঝিকরগাছা : অচিরেই আসিতেছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন। যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হতে চান মোঃ সিরাজুল ইসলাম। তিনি একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক। এছাড়াও তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগের সমর্থক হিসেবেও এলাকায় পরিচিত রয়েছে। এলাকায় যে কোন ভাল কাজ হলে সেখানে তিনি সবার সামনে থেকে নেতৃত্ব দিয়ে যান। নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী মোঃ সিরাজুল ইসলাম ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে মতবিনিময় করতে শুরু করেছেন। স্থানীয় সংবাদকর্মীদের সাথে আলাপনের সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হতে চাওয়া মোঃ সিরাজুল ইসলাম বলেন, আমি মনেপ্রাণে আওয়ামী লীগের রাজনীতির একজন কর্মী ও সমর্থক। আমার সব সময় চিন্তা দলের জন্য জন্য কিছু করা। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা নতুনদের নেতৃত্বে নিয়ে আসছেন। তাই আমি নির্বাচনে জয়ী হলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তার ভিশন বাস্তবায়ন করতে চাই।

কোন মন্তব্য নেই