ঝিনাইগাতীতে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
26

ঝিনাইগাতীতে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : সারা দেশের ন্যয় শেরপুরের ঝিনাইগাতীতে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। ৪জানুয়ারি বুধবার দিনব্যাপী নানান আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। উপজেলা ছাত্রলীগের আয়োজনে সকালে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সন্মুখে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকেলে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সজীবের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম আব্দুল্লাহেল ওারেজ নাইম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, ইউপি চেয়ার শাহাদৎ হোসেন, আশরাফুল ইসলাম পলাশ। এসময়ে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মিরা ছাত্রলীগের ইতিহাস ও ঐতিহ্য উল্লেখ করে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে কেক কাটেন অতিথিগণ। অনুষ্ঠানগুলোতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মিরা অংশ গ্রহন করেন।

কোন মন্তব্য নেই