ঝিনাইগাতীতে প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার

0
6

ঝিনাইগাতীতে প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার

মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি : “কৃষিই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ২০২৩-২০২৪ মৌসুমে আমন ধানের (উফশী জাত)আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১২৭০জন প্রান্তিক কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার। ১৫ জুন বৃহস্পতিবার দুপুরের উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এসব বীজ ও সার আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসা মো. ফারুক-আল মাসুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন দিলদার । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান উপজেলা ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এস.এম আব্দুল্লাহেল ওয়ারেস নাঈম।

কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা ৭ইউনিয়নের ১২৭০ জন কৃষককে প্রণোদনা হিসেবে এসব বীজ ও সার প্রদান করা হয়। এতে প্রতিজন কৃষক ৫ কেজি আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। সার ও বীজ দ্বারা একজন প্রান্তিক কৃষক তার ১ বিঘা জমিতে উচ্চ ফলনশীল উফশী জাতের ধান রোপণ করতে পারবেন।

উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন