ঝিনাইগাতীতে রেড ক্রিসেন্টের কম্বল পেল দুই শতাধিক শীতার্ত মানুষ
মোঃজিয়াউল হক, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে রেড ক্রিসেন্টের কম্বল পেল দুই শতাধিক শীতার্ত মানুষ। শুক্রবার (৩জানুয়ারি) বিকালে উপজেলার ডাকাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল।
রেড ক্রিসেন্টের শেরপুরের উপ-যুব প্রধান মো. আশিক মুন্না সাগরের সভাপতিত্বে
কম্বল বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শেরপুর জেলা ও ঝিনাইগাতী উপজেলা ইউনিটের সদস্যরা।
যুব রেড ক্রিসেন্টের ঝিনাইগাতী উপজেলা ইউনিটের দলনেতা সাংবাদিক মো. জাহিদুল হক মনিরের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সিনিয়র আরসিওয়াই ফোরামের সহসভাপতি মনিরুজ্জামান মনির, সেক্রেটারি মিজানুর রহমান হিরন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শেরপুরের সহকারী উপপরিচালক জীবন কুমার বিশ্বাস, ডাকাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শুক্কুর মাহমুদ প্রমুখ।