ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকা হতে ২৬২ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করছে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প।
শনিবার ০৮ ফেব্রুয়ারি আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন।
পরবর্তীতে ০৮ ফেব্রুয়ারি সকাল ০৭:১০ মিনিটের সময় ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন খালিশপুর সাকিনস্থ ইউসুফ ফিলিং স্টেশন এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ আশিক খান (২৮), পিতা- মৃত হাফিজ খান, সাং- পুলিশ লাইনস্ মাগুড়া (পূর্বপাড়া), থানা ও জেলা-মাগুড়া, ২। শ্রী জয় দাস (২৪), পিতা-মৃত ধীনেন দাস, সাং-ষাটবাড়িয়া (মর্ডাণ মোড়), থানা ও জেলা-ঝিনাইদহ দ্বয়কে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দখল হতে ২৬২ বোতল ফেন্সিডিল, ০৩ টি মোবাইল এবং ০৩ টি সীম কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।