জি নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ঘাটাইলে তিনটি এলাকার ৩টি ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলা প্রশাসন এই ধারা জারি করে।
জানা যায়, টাঙ্গাইলের ঘাটাইলের মধ্যপাড়া সংগ্রামপুর, দেওপাড়া এবং নির্জনা এই তিন এলাকায় সমাজের দুই পক্ষের বিরোধের জেরে একই স্থানে ঈদুল আজহার নামাজের জন্য পুলিশের কাছে আবেদন করেন। পরে পুলিশ আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা দেখে বিষয়টি উপজেলা নিবাহী অফিসারকে জানায়। পরে উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসককে বিষয়টি অবগত করেন। পরে জেলা প্রশাসক ওই তিনটি স্থানে ১৪৪ ধারা জারি করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহম্মেদ বলেন, দুই পক্ষ একই স্থানে ঈদুল আজহার নামাজের বিষয়টি কেন্দ্র করে।
আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা দেখে ১৪৪ ধারা জারি করা হয়েছে।