টাঙ্গাইলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

0
46

জি নিউজ ডেস্কঃ টাঙ্গাইলে মধুপুর টেলকি ফায়ারিং জোনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানের পাইলট বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার আসিফ হোসেন দিপু নিহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস জানান ২২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত অরণখোলা ইউনিয়নের বিমান বাহিনীর মহড়া ছিল। শুক্রবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে মহড়া চলাকালে বাংলাদেশ বিমানের এফ-৭ পিজি নামক একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মধুপুর বনে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই পাইলট আসিফের মৃত্যু হয়। মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিমানটির অনেকাংশ পুড়ে গেছে। পাইলটের লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।’সুত্রঃ তৃতীয় মাত্রা।

কোন মন্তব্য নেই