টাঙ্গাইলে ১০ গ্রাম হেরোইন উদ্ধারসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
32

টাঙ্গাইলে ১০ গ্রাম হেরোইন উদ্ধারসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

জি নিউজ:: জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর), টাঙ্গাইল কর্তৃক ১০ গ্রাম হেরোইন উদ্ধারসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জনাব সঞ্জিত কুমার রায় বিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর),এর অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন এর নের্তৃত্বে এসআই(নিঃ)/মোঃ নুরুজ্জামান, এএসআই(নিঃ)/ সুমন চৌধুরী, এএসআই(নিঃ)/ আবু হাশেম,কং/ ৭৫৮ মফিজুর রহমান,কং/১১২৬ মোঃ ইমরুল হাসান,কং/৬৯১ মোঃ ফয়জুর রহমান এবং নারী কং/৭৫৮ শিখা আক্তার দের বিশেষ অভিযান এবংমাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে ঘাটাইল থানাধীন কালিয়া গ্রাম শেখপাড়া সাকিন্থ জনৈক আনছার আলীর চৌচালা টিনের বসত ঘরের ভিতর হইতে নারী মাদকব্যবসায়ী ১। মহারানী(৩৮) এর ডান হাতে থাকা সাদা পলিথিনের ব্যাগ ভিতর হইতে ০৬ গ্রাম হেরোইন এবং ২। আব্দুর রাজ্জাক এর পরিহিত লুঙ্গির ডান পাশের কোচ হইতে একটি পলিথিন কাগজে মোড়ানো ০৪ গ্রাম হেরোইন, সর্বমোট (৬+৪)= ১০ গ্রাম হেরোইনসহ (যাহার আনুমানিক মূল্য = ১,০০,০০০/-টাকা) ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।

কোন মন্তব্য নেই