টাঙ্গাইলে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
জি নিউজ ডেস্কঃ টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জনাব সঞ্জিত কুমার রায় বিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর),এর অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন এর নের্তৃত্বে এসআই/মোঃ শরীফ উদ্দিন ভূইয়া,এএসআই/মোঃ মামুনুর রশীদ, এএসআই/ মোঃ ফারুক হোসেন, কং/৩৭৪ মোঃ সায়েদুর রহমান, কং/১৭৩৪ মোঃ কামরুজ্জামান দের মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ঘাটাইল থানাধীন শাহাপুর সাকিস্থ জনৈক মোজাফ্ফর এর বসত বাড়ীর পূর্ব পাশে পাকা রাস্তার উপর হইতে গ্রেফতারকৃত আসামী মোঃ জাকির হোসেন (৪৪) এর পরিহিত লুঙ্গির ডান কোচের মধ্যে থাকা নীল রংয়ের জিপারযুক্ত পলিথিনের প্যাকেটের ভিতর হইতে ২০০ পিস লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ ( যাহার আনুমানিক মূল্য = ৬০,০০০/-টাকা ) এক জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।