টুসীর পক্ষে নৌকার মনোনয়ন জমা দিলেন নেতা কর্মীরা

0
38

গাজীপুর অফিসঃ
দ্বাদশ জাতীয় নির্বাচনে ১৯৬ গাজীপুর ৩ আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের এমপি প্রার্থী অধ্যাপিকা রুমানা আলী টুসি এর পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের নেতাকর্মীরা। মঙ্গলবার ৩০ নভেম্বর দুপুর ২টার দিকে উপজেলার নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নেতা-কর্মীরা মনোনয়ন পত্র জমা দেন। সেটি গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো.তরিকুল ইসলাম । নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ৫ জনের বেশি নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে না বলে এই বিষয়ে ওই সময় বিশেষ নির্দেশনা দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জামিল হাসান দূর্জয়।

এর আগে পৌর মেয়র আলহাজ্ব মো. আনিসুর রহমান আনিস এর সভাপতিত্বে ও সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মণ্ডল এর পরিচালনায় আয়োজিত কর্মী সমাবেশে রোমানা আলী টুসি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন,নৌকা হচ্ছে আমাদের আবেগ ও অনুভূতির জায়গা। অনুভূতিতে কেউ আঘাত করলে কারও সহ্য হয় না। এসময় সতন্ত্র প্রার্থী কে ইঙ্গিত করে তিনি বলেন আমার ভাবতে অবাগ লাগে তারা এক সময় নৌকা নিয়ে আসছিল তখন আমরা সকল নেতাকর্মীদের নিয়ে নৌকার নির্বাচন করে দিয়েছিলাম অথচ এবার আমাকে দল নৌকা প্রতীক দিয়ে মাঠে পাঠায় এবং আমি প্রথম ওনাকে মোবাইলে কল দেই অথচ তিনি আমার সাথে কথা বলেননি। নৌকা ও দলকে আমরা কতটুকু ভালোবাসি তা ৭ তারিখ প্রমাণ করতে হবে।আমরা যাতে গাজীপুরের কোনো আসনেই নৌকার বিরুদ্ধীতা না করি।আমরা সবাই দলের কর্মী এটা আমাদের কাম্য নয়।আমরাই ত দলটাকে প্রতিনিধিত্ব করে আসছি।

তিনি স্বতন্ত্র প্রার্থীকে সবুজ কে উদ্দেশ্যে করে বলেন,নৌকার বিরুদ্ধে নির্বাচন করা প্রাকটিস করিয়েন না।নৌকার বাহিরে নির্বাচন করিয়েন না।নৌকা প্রতীক নিয়ে আপনিও ত আবার আসতে পারেন।তখন বিবেক কে কী উত্তর দিবেন,দলের কাছেই বা কী উত্তর দিবেন? তিনি আরও বলেন,বিএনপি জামাতের মতো দেশটাকে পিছিয়ে নিতে চাই।স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা একত্রিত ও ঐক্যবন্ধ ভাবে কাজ করতে চাই। আপনাদের কাছে একটাই অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া নির্দেশনা মেনে আমরা কাজ করেছি।ডিজিটাল বাংলাদেশ করেছি।এখন স্মার্ট বাংলাদেশ গড়বো এটা আমাদের স্বপ্ন। সেই সাথে একত্রিত হয়ে কাজ করবো।

টুসি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। আপনাদের ভালবাসা আমার বড় পাওয়া। আমি এখানে নেতৃত্ব দিতে আসিনি-আপনাদের সেবা করতে এসেছি। তাই আপনাদের কাছে একটাই চাওয়া আমাকে সেবা করা এবং সাথে থাকার সুযোগ দিন। আপনাদের সমর্থনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীক ভোট দিয়ে আমাকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

শ্রীপুর পৌর সভার মেয়র আলহাজ্ব মো. আনিসুর রহমান এর সভাপতিত্বে ও সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মণ্ডল এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব মো.জামিল হাসান দূর্জয়,উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ শামসুল আলম প্রধান,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.আব্দুল জলিল,মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.জাহাঙ্গীর আলম খোকনসহ স্থানীয় উপজেলা ও ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সিইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।গাজীপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৪শত ২৭ জন।

কোন মন্তব্য নেই