মোঃ নাসির বিশেষ প্রতিনিধি,জি নিউজ ২৪
পুলিশের একজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপার পদমর্যাদার আরও চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়,ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মফিজ উদ্দিন আহমেদকে সিলেট রেঞ্চের ডিআইজি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমানকে পুলিশ সদর দফতরে এবং পুলিশ সুপার (টিআর) মোহাম্মদ হারুন অর রশীদকে সদর দফতর থেকে ঢাকা মহানগরে বদলি করা হয়েছে।
এছাড়া ফরিদপুর জেলার পুলিশ সুপার মো.আলিমুজ্জামানকে মেহেরপুরে আর মেহেরপুর জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলিকে ফরিদপুরে বদলি করা হয়েছে।