ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা আজ

0
33

জি নিউজ ডেস্কঃ দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটের অধীনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। এবার বিশ্ববিদ্যালয়ের ভেতরেই পরীক্ষা হবে। মোট ১৯টি কেন্দ্রে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের বিভিন্ন বিভাগের ১৬১৫টি আসনের বিপরীতে ১৮ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী পুনঃভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এ ধরনের ইলেকট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে। এর আগে গত ১২ অক্টোবর শুক্রবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত ৮১টি কেন্দ্রে ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু সে পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর তা নিয়ে সমালোচনা ও আইনি জটিলতা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ২৩ অক্টোবর ডিনস কমিটির এক সভায় ঘ ইউনিটের পরীক্ষা পুনরায় নেওয়ার সিদ্ধান্ত হয়। ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। তথ্যসূত্রঃ কালের কন্ঠ

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন