ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান

0
67

নিজস্ব প্রতিবেদকঃ পুলিশ সদর দপ্তর এর উপ মহাপরিদর্শক (প্রশাসন ও শৃংখলা) হাবিবুর রহমান। নিজ কর্ম ও গুণে জয় করেছেন অগণিত মানুষের হৃদয়। ঢাকা জেলার এসপি থেকে ক্রমান্বয়ে অতিরিক্ত ডিআইজি, এরপর ডিআইজি এডমিন হয়ে দীর্ঘ দিন সফলতার সাথে কর্মরত ছিলেন পুলিশ সদর দপ্তর এ। আজ বৃহস্পতিবার ডিআইজি মো. হাবিবুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

হাবিবুর রহমান একজন পেশাদার ও সফল পুলিশ কর্মকর্তা। পুলিশি গুরুদায়িত্ব পালনে সাফল্যের স্বীকৃতি ছাড়াও মানুষের জন্য কাজ করা ব্যতিক্রমধর্মী চিন্তা ও অনবদ্য ভূমিকা তাকে দিয়েছে বিশেষ খ্যাতি। জনবান্ধব পুলিশের এক অনন্য পথিকৃৎ। ডিআইজি হাবিবুর রহমান পুলিশবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছেন তার মানবিক মূল্যবোধ, প্রজ্ঞা ও সমাজকল্যাণকর উদ্যোগের মাধ্যমে। তার উদ্যোগ মানবকল্যাণে অনন্য দৃষ্টান্ত রেখেছে। মানুষের ভাগ্যোন্নয়নে গড়ে তুলেছেন উত্তরণ ফাউন্ডেশন। বেদে সম্প্রদায়, হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষ বা দরিদ্র শ্রেণির মানুষ। যাদের নিয়ে তিনি কাজ করেছেন স্বীয় পেশাগত বলয় থেকেও।

ডিআইজি হাবিব খাকি ইউনিফর্ম এ
যে কাজ সমাজ উন্নয়নে ভূমিকা রেখেছে এবং সমাজে সাড়া জাগিয়েছে। যার দৃষ্টান্ত হয়ে আছে রাজধানীতে, সাভারে, রাজারবাগে বা আশুলিয়ায়। একইসঙ্গে বেদে সম্প্রদায় ও হিজড়াদের মধ্যেও। রমজান আহমেদ বেদেপল্লীর সবার মতো তার (রমজান) পরিবারও সাপ খেলা দেখানো, তাবিজ বিক্রি করে চলত। সেই মানুষটির জীবন পাল্টে গেছে পুরোপুরি। এখন তিনি বেদেদের জীবনমান কীভাবে উন্নয়ন করা যায় সে কাজে নিয়োজিত। তিন তার অনুভুতি প্রকাশ করে বলেন, “হাবিব স্যার আমাদের বেদে সমাজের কাছে দেবতার মত। তিনি যে এই বেদেপল্লীর জীবন কিভাবে পালটে দিয়েছেন তা সরজমিনে কেউ এখানে এসে না দেখলে বুঝতেই পারবে না। তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হয়েছেন। বিশ্বাস করি আগের চেয়ে আরো বড় পরিসরে তিনি মানব সেবা করে যাবেন।” স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরো বলা হয়, বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. তওফিক মাহবুব চৌধুরীকে বাংলাদেশ পুলিশ অধিদপ্তরের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

কোন মন্তব্য নেই