ঢাকা রেঞ্জের সেরা তদন্তকারী কর্মকর্তা হলেন শহীদুল ইসলাম মোল্লা বিপিএম

0
48

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ টানা ৯ম বারের মত ঢাকা রেঞ্জের সফল তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন গাজীপুরের শ্রীপুর মডেল থানায় কর্মরত উপ-পরিদর্শক (এস.আই) শহীদুল ইসলাম মোল্লা বিপিএম।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১০টায় ঢাকা রেঞ্জ কার্যালয়ের ক্রাইম কনফারেন্স কক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (পিপিএম) আনুষ্ঠানিক ভাবে এ সম্মাননা স্মারক সনদপত্র ও পুরস্কারের নগদ অর্থ তুলে দেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই)শহিদুল ইসলাম মোল্লা বিপিএম-এর হাতে।

ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (পিপিএম) এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি (অপরাধ) আবুল কালাম ছিদ্দিক, অতিরিক্ত ডিআইজি (অপারেশন) আসাদুজ্জামান, ঢাকা রেঞ্জের ইন্সপেক্টর (অপরাধ) শামসুল আলম খান, পুলিশ সুপার (ইস্টেট এন্ড অপরাধ) আবুল বাশার তালুকদার, গাজীপুর জেলা পুলিশ সুপার সামসুন্নাহার পিপিএম বার-সহ ঢাকা রেঞ্জের অন্যান্য পুলিশ সুপারগন।

উল্লেখ্য, জোড়া খুন, ডাকাতি, বিস্ফোরক দ্রব্য উদ্ধার এবং ক্লোলেস মামলা তদন্ত করে রহস্য উদঘাটনের জন্য এর আগেও ৮ম বারের মত পুরস্কৃত হন তিনি। এছাড়াও গত ৪ ফেব্রয়ারী পুলিশ বাহিনীতে সর্বোচ্চ পদক “ বাংলাদেশ পুলিশ পদক” বিপিএম (সাহসীকতা) অর্জন করেন তিনি।

কোন মন্তব্য নেই