আহাম্মদ আলী,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কার অর্জন করেছেন গাজীপুরের কালীগঞ্জ থানায় কর্মরত দক্ষ পুলিশ অফিসার এসআই চন্দন দে। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা রেঞ্জের সম্মেলন কক্ষে ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার) পিপিএম(বার) এর নিকট থেকে শ্রেষ্ঠ এসআইয়ের পুরস্কার ও প্রশংসাপত্র গ্রহণ করেন এসআই চন্দন দে। ঢাকা রেঞ্জের ১২ টি জেলার মধ্য থেকে কাজের দক্ষতার জন্য শ্রেষ্ঠ এসআই হিসেবে তাকে মনোনীত করে পুরস্কার প্রদান করা হয়। এর আগে এসআই চন্দন দে মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারে ভূয়সী কর্মকান্ডের জন্য মার্চ থেকে জুন মাস পর্যন্ত এক টানা চারবার গাজীপুর জেলার শ্রেষ্ঠ এসআইয়ের পুরস্কারের ভূষিত হয়েছেন। এখন তিনি ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হলেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি আশাদুল জামান, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) গোলাম সবুর প্রমুখ।
শ্রেষ্ঠ এসআই চন্দন দে বলেন, শ্রেষ্ঠ এসআইয়ের পুরস্কার পাওয়ায় কাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য বেড়ে গেছে। পুলিশের সুনাম অক্ষুন্ন রেখে কাজ করে যাবো। আমাকে ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত করায় পুলিশ বাহিনীর সংশ্লিষ্টদের প্রতি চিরকৃতজ্ঞ।