এমএইছ চৌধুরী, জুনাইদ। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউপির বাখরনগর নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা চালায় একটি সংঘবদ্ধ ডাকাত দল।
শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১১ টার দিকে মাধবপুর ও শায়েস্তাগঞ্জ এর মধ্যবর্তী স্থানে এঘটনা ঘটে।
মাধবপুর ও শায়েস্তাগঞ্জ থানার টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি সংঘবদ্ধ ডাকাত দল ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগর এলাকায় রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতির চেষ্টা করে। আমাদের মাধবপুর থানার টহল পুলিশের একটি দল তাদের এই প্রচেষ্টা ব্যার্থ করে দিয়েছে।