ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে ডাকাতির চেষ্টা

0
19

এমএইছ চৌধুরী, জুনাইদ। শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউপির বাখরনগর নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা চালায় একটি সংঘবদ্ধ ডাকাত দল।

শুক্রবার (২২ মে) রাত সাড়ে ১১ টার দিকে মাধবপুর ও শায়েস্তাগঞ্জ এর মধ্যবর্তী স্থানে এঘটনা ঘটে।
মাধবপুর ও শায়েস্তাগঞ্জ থানার টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি সংঘবদ্ধ ডাকাত দল ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগর এলাকায় রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাতির চেষ্টা করে। আমাদের মাধবপুর থানার টহল পুলিশের একটি দল তাদের এই প্রচেষ্টা ব্যার্থ করে দিয়েছে।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন