দালাল চক্রে জিম্মি সারা দেশের ভূমি সেবা

0
68

মোঃ ইসমাঈল হোসেন মাস্টারঃ ভূমি সেবায় ভোগান্তি ও অনিয়ম নতুন কিছু নয়। একখন্ড জমির মামলায় সর্বশান্ত হওয়ার ঘটনা সমাজে অহরহ ঘটছে।

সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায় দেশের অধিকাংশ জেলা,উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কিছু সংখ‍্যক অসাধু কর্মকর্তার যোগসাজশে গড়ে উঠেছে দালাল চক্র। দালাল চক্রের দৌড়াত্বে সেবা গ্রহণে ভোগান্তি ও প্রতারণার ঘটনাও ঘটছে। অভিযোগ রয়েছে ১০০ শত থেকে ৩০০ টাকা সরকারি ফির বিপরীতে দালাল চক্রের খপ্পরে দিতে হচ্ছে ১০০০ থেকে ৫০০০ হাজার টাকা। কোথাও কোথাও তার চেয়ে বেশি অর্থ লেনদেনের তথ‍্য পাওয়া গেছে। বেশিরভাগ ক্ষেত্রে ভূমির সি এস,এস এ,আর এস, বি এস খতিয়ান, নামজারি,তফসিল, দাগ নাম্বার, পর্চা, DCR সহ অন‍্যান‍্য সেবা গ্রহণে ভোগান্তির শেষ নেই।

ভোগান্তি বন্ধে সরকার ভূমি ব‍্যবস্থাপনা ও ভূমি সেবা অনলাইনে শুরু করলেও সক্রিয় দালল চক্রের দৌড়াত্মের ফলে ভূমির ডিজিটাল ব‍্যবস্থাপনা সেবা বাধাগ্রস্থ ও বিলম্বিত হচ্ছে বলে বিশিষ্ট জনদের অভিমত। ভোগান্তি কমাতে জনসচেতনতা ও প্রশাসনের কঠোর নজরদারী বৃদ্ধি করতে হবে।
কর্তাব্যক্তিদের অভিযোগ প্রয়োজনীয় জনবলের না থাকায় ভূমি সেবা কার্যক্রম কিছুটা ব‍্যহত হচ্ছে।

কোন মন্তব্য নেই