জি নিউজ ডেস্কঃ মুন্সিগঞ্জের লৌহজংয়ে কনকসার ইউনিয়নের ধীপপুর গ্রামের পূর্নিমা (২৫) নামের এক গৃহবধূর অতিরিক্ত মদ্যপানে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার একটি গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে এ ঘটনা ঘটে।পুর্নিমা উপজেলার কনকসার ইউনিয়নের ধীপপুর গ্রামের প্রদীপের মেয়ে। গত তিন মাস আগে একই এলাকার সুমনের সাথে তার বিয়ে হয় বলে জানাযায়।
পুলিশ ও হাসপাতাল সুএে জানাগেছে, বৃহস্পতিবার রাতে পূর্নিমা তার দেবরের সাথে একটি গায়ে হলুদ অনুষ্ঠানে যায় সেখানে পূর্নিমা তার দেবর ও বন্ধুবান্ধবদের সাথে বিয়ার ও অতিরিক্ত মদ্যপান করেন।পরদিন শুক্রবার পূর্নিমা অসুস্থ্য হয়ে পরলে তাকে লৌহজং সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে চিকিৎসারত অবস্থায় পূর্নিমা মারা যায়।
উপজেলা কর্তব্যরত ডাঃ মোঃ হুমায়ুন কবির জানান বেশি পরিমাণ বিয়ার এবং মদ্যপানের কারনে নববধূ পূর্নিমার মৃত্যু হতে পারে।
লৌহজং থানার ওসি মো. মনির হোসেন জানান, লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।সূত্রঃ একুশে২৪.কম।