দেশের মানুষের দুঃখ-দুর্দশায় অধিকার আদায়ে আমরা পাশে থাকবো – জি এম কাদের, এমপি

0
29

জি নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টি দূর্গত মানুষের পাশে ছিলো সব সময়। জাতীয় পার্টি সারা জীবনই আর্তমানুষের পাশে থাকবে। দেশের মানুষের দুঃখ-দুর্দশায় আমরা তাদের পাশে থাকবো তাদের অধিকার আদায়ের আন্দোলনে। তিনি বলেন সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সব সময় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। আমরা পল্লীবন্ধুর আদর্শে অনুপ্রাণীত হয়ে দূর্গত মানুষের পাশে আছি সহায়তার হাত বাড়াতে। আমরা সাধ্যমত সহায়তা পৌছে দেবো বন্যার্ত মানুষের মাঝে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মান করে দেশের মানুষকে বাঁচান।আজ ২৪ জুলাই দুপুরে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল হাই স্কুল মাঠে প্রায় ৫ হাজার বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কালে তিনি এসব কথা বলেন।

এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি আরো বলেন, বন্যা দূর্গত মানুষের কাছে যথাযথ ভাবে ত্রাণ পৌছছেনা। সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, প্রকৃত দূর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করুন। বলেন, ত্রাণ নিয়ে কেউ অনৈতিক কাজ করলে তা মেনে নেয়া হবেনা। ত্রাণ বিতরণে অনিয়ম হলে তা সংসদে আমরা তুলে ধরবো।

গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের চারটি জানাজায় মানুষের ঢল প্রমান করে, তিনি কত বেশি জনপ্রিয় ছিলেন। পল্লীবন্ধুকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এখনো প্রতিদিন হাজারো মানুষ পল্লীবন্ধুর কবরের পাশে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। বলেন শুধু বাংলাদেশ নয় সারা বিশে^র বরেণ্য নেতারা পল্লীবন্ধুর মৃত্যুতে শোক জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকবার্তায় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে একজন অকৃত্রিম দেশপ্রেমিক হিসেবে আখ্যায়িত করেছেন।এসময় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন ১৯৮৮ সালের বন্যায় পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ একবুক পানিতে নেমে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। যমুনা ব্রীজের জন্য ৫শো কোটি টাকা রেখে গেছেন। পল্লী এলাকার মানুষের কল্যাণে গুচ্ছগ্রাম তৈরী করেছেন। আমরা পল্লীবন্ধুর আদর্শে অনুপ্রানীত হয়ে আর্তমানুষের পাশে থাকবো আজীবন। মসিউর রহমান রাঙ্গা বলেন, ত্রান নিয়ে কোন অনিয়ম হলে আমরা তা সংসদে তুলে ধরবো। তিনিও প্রকৃত বন্যা ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ তুলে দিতে সরকারের প্রতি আহবান জানান।

জাতীয় পার্টি ইসলাম পুর উপজেলা কমিটির আহবায়ক মোস্তফা আল মাহমুদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা কারেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদ মোঃ হেলাল উদ্দিন, যুগ্ম দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান, শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াস উদ্দিন, ইসলামপুর জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন