দেশ ও দেশের মানুষের জন্য দিন-রাত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী-মেহের আফরোজ চুমকি

0
72

আহাম্মদ আলী,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি বলেন, দেশ ও দেশের মানুষের জন্য দিন-রাত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী। তিনির মতো দেশকে কেউ ভালোবাসেন না। তিনির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন করে দেশের মানুষের কথা ভেবেছেন। বঙ্গবন্ধুর উত্তরসূরি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের সুখে-দুঃখে তাদের পাশে রয়েছেন। একতাবন্ধ হয়ে কাজ করলে সফলতা পাওয়া যায়। শেখ হাসিনা সবায়কে নিয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। বিশ্বের দশজন নেতার মধ্যে শেখ হাসিনা তাঁর কর্মের গুণে একজন হয়েছেন। গতকাল সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ড শাখার আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন
তিনি আরও বলেন, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ ভালোবাসা। ভালোবাসা দিয়ে মানুষকে কাছে রাখা যায়। তিনি দেশকে ভালোবাসেন বলেই দেশের জন্য কাজ করে যাচ্ছেন। সঠিক নেতৃত্বের মাধ্যমে তিনি দেশকে বিশ্বের দরবারে পরিচিতি করেছেন। তাই নেতা হতে হলে দেশের মানুষকে ভালোবাসতে হবে। নিজেদের আঁখের গোছানোর জন্য রাজনীতি নয়। জনগণের সেবার জন্য রাজনীতি করতে হবে। দক্ষিণবাগ দারুস ছালাম দাখিল মাদ্রাসা মাঠে ত্রি বার্ষিক সম্মেলনে মো. আফজাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল গণি ভূইয়া, যুগ্ম সাধারন সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। সম্মেলনে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বাহাদুরসাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লাল মিয়া মেম্বার ও প্রধান বক্তা হিসেবে ছিলেন সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম মাষ্টার।

আপনার মতামত প্রকাশ করেন

আপনার মন্তব্য দিন
আপনার নাম এন্ট্রি করুন