নবাবগঞ্জে তিন ডাকতকে গ্রেফতার করেছে পুলিশ

0
31

এরা বিভিন্ন এলাকা থেকে এসে নবাবগঞ্জ উপজেলার মতিহারা নামক স্থানে রাতে নৈশ কোচ রাজ পরিবহনে ডাকাতি করে ২১ টি মুঠোফোন নিয়ে পালিয়ে গিয়েছিল।

শনিবার ৪ জানুয়ারী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো,নবাবগঞ্জ উপজেলার ৮ নং মোহম্মদপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের রোস্তম আলীর ছেলে মোতালেব (২৩),উপজেলার কবুলী পাড়ার মমিনুরের ছেলে সোহেল রানা (২০),একই গ্রামের শামসুলের ছেলে সোহেল রানা (১৯)।

জানাযায়, এই ডাকাতরাই কয়েকদিন পরপর দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জস্থ দলারদরগা থেকে ভাদুরিয়া বাজার পর্যন্ত সড়কটির বিভিন্ন অংশে অবস্থানরত বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও স্থানীয়দেরকে ধারালো অস্ত্র ঠেকিয়ে নগদ অর্থসহ তাতের কাছে যা থাকতো সবই ডাকাতি ও ছিনতাই করে নিয়ে পালিয়ে যেত। তারা এতদিন অধরা থাকলেও পুলিশ তাদের গ্রেফতার করতে পেরেছে।

কোন মন্তব্য নেই